Friday, August 27, 2010

আমাকেতো যেতে-ই হবে

আবদুল্লা আল হাদি

আমাকেতো যেতেই হবে
মেডিকেল কলেজ ডানে রেখে
ইপিজেডের সামনে দিয়ে
ডিগ্রি কলেজ কিংবা কান্দির পাড়
কারন আমার জন্য অপেক্ষমান

রাণীর কুঠীর কিংবা ধর্ম সাগরের অবকাশ
নাই বা গেলাম সেখানে
আমাকেতো কোথাওনা কোথাও যেতে হবে
আমিতো আর কুনো ব্যাঙ্গ নই যে
আলোর ভয়ে লুকিয়ে থাকব মাটির গর্তে
তাইতো আমি বেরিয়েছি সব বাধা উপেক্ষা করে
কারন রাণীর কুঠীর অপেক্ষা করছে রাজার জন্য

তোমাদের অবরোধ কে সমর্থন করিনি বলে
যারা আমায় ইট পাটকেল মেরেছ
বা পিকেটার ভেবে যারা আমায় পেঁদানী দিয়েছ
তারা কেউই শান্তি প্রিয় দেশের জন্য নিরাপদ নও
সমাধান যখন প্রতিবাদী হতে শেখায়
তখন একজন সামন্য মানুষের
আর কি বা করবার আছে!!!



http://prothom-aloblog.com/posts/18/149158

No comments:

Post a Comment