আমাকেতো যেতেই হবে
মেডিকেল কলেজ ডানে রেখে
ইপিজেডের সামনে দিয়ে
ডিগ্রি কলেজ কিংবা কান্দির পাড়
কারন আমার জন্য অপেক্ষমান
রাণীর কুঠীর কিংবা ধর্ম সাগরের অবকাশ
নাই বা গেলাম সেখানে
আমাকেতো কোথাওনা কোথাও যেতে হবে
আমিতো আর কুনো ব্যাঙ্গ নই যে
আলোর ভয়ে লুকিয়ে থাকব মাটির গর্তে
তাইতো আমি বেরিয়েছি সব বাধা উপেক্ষা করে
কারন রাণীর কুঠীর অপেক্ষা করছে রাজার জন্য
তোমাদের অবরোধ কে সমর্থন করিনি বলে
যারা আমায় ইট পাটকেল মেরেছ
বা পিকেটার ভেবে যারা আমায় পেঁদানী দিয়েছ
তারা কেউই শান্তি প্রিয় দেশের জন্য নিরাপদ নও
সমাধান যখন প্রতিবাদী হতে শেখায়
তখন একজন সামন্য মানুষের
আর কি বা করবার আছে!!!
http://prothom-aloblog.com/posts/18/149158
মেডিকেল কলেজ ডানে রেখে
ইপিজেডের সামনে দিয়ে
ডিগ্রি কলেজ কিংবা কান্দির পাড়
কারন আমার জন্য অপেক্ষমান
রাণীর কুঠীর কিংবা ধর্ম সাগরের অবকাশ
নাই বা গেলাম সেখানে
আমাকেতো কোথাওনা কোথাও যেতে হবে
আমিতো আর কুনো ব্যাঙ্গ নই যে

আলোর ভয়ে লুকিয়ে থাকব মাটির গর্তে
তাইতো আমি বেরিয়েছি সব বাধা উপেক্ষা করে
কারন রাণীর কুঠীর অপেক্ষা করছে রাজার জন্য
তোমাদের অবরোধ কে সমর্থন করিনি বলে
যারা আমায় ইট পাটকেল মেরেছ
বা পিকেটার ভেবে যারা আমায় পেঁদানী দিয়েছ
তারা কেউই শান্তি প্রিয় দেশের জন্য নিরাপদ নও
সমাধান যখন প্রতিবাদী হতে শেখায়
তখন একজন সামন্য মানুষের
আর কি বা করবার আছে!!!
http://prothom-aloblog.com/posts/18/149158
No comments:
Post a Comment