Thursday, August 26, 2010

তোমার হাসি শুধু হাসি নয়


আব্দুল্লহ আল হাদি


তোমার হাসি শুধু হাসি নয়
যেন শরতের পুবের হাওয়ায় দোলা খাওয়া সফেদ কাঁশ ফুল
তোমার হাসি ভরা যৌবনা গোমতীর উচ্ছাস

শ্রবণের মাঝ রাতে ঝরে পড়া ধর্ম সাগরেরর বৃষ্টির সুর
তোমার হাসি থরে বিথরে সাজানো বত্রিশটি পেরক নয়
তোমার হাসি নায়েগ্রার জলপ্রপাত
আমার হৃদ্বয়ের একমাত্র ক্যাসেট প্লেয়ার
তুমি হেসে যাও আজ কাল অনাগত দিনে
আমি ভালবাসি ভালবাসব ভালবেসে যাব....

আমি ভালবাসিনি কোন প্রিন্সেস ডায়নাকে
আমি ভালবাসিনি কোন হৃদ্বয়হীনা কে
আমি ভালবেসেছি
হাওয়ার ভেলায় ভেসে বেড়ানো সোনালী ডানার গাঙ্গ চীল।



http://prothom-aloblog.com/posts/18/149440

No comments:

Post a Comment