আব্দুল্লাহ আল হাদি
বৃথা এ জীবন
বৃথা এ স্বপন
বৃথা এ ভোরের স্নিগ্ধ হওয়া,
বৃথা এ কাঁদন
বৃথা চাওয়া পাওয়া।
আকাশেতে আলো
কখনোবা কালো
কখনো লাগেনা ভাল
কখনো মনে হয় মন্দনা,
সন্ধ্যায় গৃহ তলে মনে হয়
বৃথা এ বন্দনা।
তুমি দিয়েছিলে দেখা
বিজলির আলোর রেখায়
ঘন বর্ষার ক্ষনে
কদমের শাখায়
একি দুঃসাহস হায়
দোলা দিয়ে যায় মনে
প্রেমের আভাস দিয়ে
লুকাও কোন হিজলের বনে।
অসীম জগতের শেষ প্রান্তে
ছুটে গিয়েছি তোমায় আনতে
ছায়া পথ মায়া পথ
দূর্গম গিরী মাড়িয়ে
স্বর্গ নরক ছাড়িয়ে
জীবনের জন্য খুঁজে জীবন
গ্রহ গ্রহান্তরে ছুটেছি
নক্ষত্রের আলোর মতন।
জীবনের সুখ দুঃখ আঁখি ভরা জল
নির্মম রহস্যে ভরা ভাগ্যের ফল
কে বুঝিতে পারে?
কে চিনিতে পারে স্বীয় আত্মারে?
হাসির আড়ালে লুকিয়ে থাকে
নির্মম বেঁদনা
কান্নার আড়ালে লুকিয়ে থাকে
ব্যাথাতুর ছলনা
কায়ার আড়ালে ছায়া
রুক্ষতার আড়ালে মায়া
মনের আড়ালে মন
স্বপনের আড়ালে স্বপন
বৃথা এ জীবন।
কি চেয়েছি কি পেয়েছি আর
কি বল আছে একান্ত আমার
বকুলের ডাল সন্ধ্যার বাতাসে কাঁপিছে যেমন
ক্ষদার্থ নয়ন আমার কি পেয়েছে তখন
কি পেয়েছে আমার রিক্ত হাত দুটি
চারোদিকে অন্ধকার পদতলে নেই মাটি।
ঘরে ফেরার আয়োজন
যা জীবনের প্রয়োজন
পাইনিতো খুঁজে
চীর দিন চীর সন্ধ্যা সাঁজে
একা অসহায় এক পথিক
পথ খুঁজে পায়না
রবী অস্ত যায় পায়না ঠিকানা
বদন ঘামে সিক্ত
পদ যুগল কর্দমাক্ত
ক্ষুদা মেটাবার খাদ্য নাহি পায়
চীর অসহায় চীর অসহায়।
বহু যুগ যুগের আর্তনে
ফিরিয়াছি ঘরে পথা চিনে
প্রিয়ার বুকের মাঝে মুখ লুকায়
অর্পিত মন আকাঙ্খায় ভরে
পদ্ম পাতায় শিশির যখন ঝরে।
কি পাইনি কি পেলাম
কি পিছে রেখে এলাম
যাহা পাই তাহা লই
তবুও সয়ে রই
তবুও কেন কাঁদন
বৃথা এ জীবন!!!
http://prothom-aloblog.com/posts/18/149217
No comments:
Post a Comment