Saturday, August 28, 2010

ঝড় শেষে


আবদুল্লাহ আল হাদি


ঝড় উঠেছিল
হাল ধরেছিল মাঝি
আকাশ উবু হয় মাটির বুকে
ঈশ্বর ও প্রকৃতি দুয়েই ছিল রাজি।

সৃষ্টির উত্ল্লাসে
তুমি আমি নতজানু
ঝড় শেষে শুধু তোমার ঠোঁটেই
ফুটেছিল রংধনু....।



http://prothom-aloblog.com/posts/18/149556

No comments:

Post a Comment