
আব্দুল্লাহ আল হাদি
আমার জীবনে স্বপ্ন হয়ে এসেছিল এক মেঘ বালিকা, আর সে মেঘ বালিকা রোদ বৃষ্টি জড় হতে আমাকে দিয়েছিল সু-শিতল ছায়া, দিয়েছিল তার জিবনের সব কিছু উজাড় করে। ভালবাসা তখন আমার কুৎড়ে ঘরে তাজ মহল হয়ে ধরা দেয়, তার পর আলো আৎধারে কেটে গেল অনেক গুলো দিন, যেমন কুৎড়ি থেকে ফুল অষ্টাদশি রমনী, কি নাম দেব তার রবী ঠাকুর বেৎচে থাকেলে তার একটা সুন্দর নাম দিত আমি তো আর রবী ঠাকুর নই যে হুট করে একটা নাম দিলে তা কাব্য হয়ে যাবে, মেঘ বালিকা আজ বড় সুখেই আছে, আমার বুকে বৃষ্টি হয়ে ঝরে অথৈই প্লাবন আর জলঝ্বসে ভাসিয়ে দিল অত:পর, ভাবতাম জলঝ্বাসে ভাসিয়ে নিয়ে যায়, আজ বুঝলাম রেখে যায় তার চেয়ে বেশি।
http://prothom-aloblog.com/posts/18/149431
No comments:
Post a Comment