আব্দুল্লাহ আল হাদি
আমি প্রতি রাতে দরজা খুলে রাখি
জানি ও আসবে নি:শব্দে
তার স্বামীর সাথে দীর্ঘ চুম্বনের পর
ক্লান্তি আর অবস্বাদ গ্রস্ত দেহের সুখের বাসতা নিয়ে
আমি কামনায় অস্থির হয়ে চেটে খাই তার শরীর
মাতাল বাতাস একাগ্র উগ্রতায় কাৎপে থির থিরসেদিন ঘোর লাগা মায়াবী রাতে দুজনার বহু বর্ণিল মিলন
শরের ফলার মত অন্তরে বিৎধে কামনার শিহরণ
বিরামহীন মহাসুখে অনাবৃত বদন মেতে উঠে তপস্যায়
শরত-এর সৌভিক আলো আর আলেয়ায়
সেদিন শুভ্র বিছানায় আমরা-ই ঠেকালাম অধরে অধর
সেই নিশথ রাতের আমরা-ই ছিলাম প্রবিত্র সহচর।
No comments:
Post a Comment