তুমিও পারতে; কিন্তু আমি প্রায়ই ভুল করতাম
ভুল করে ঘরে বাইরে কতইনা বকা খেয়েছি
তাই দেখে তুমি মিট মিট করে হাসতে আর বলতে -
জানো নীলা এখন আমি অনেক কিছু-ই পারি
যেমন রমনীর চোখে তাকিয়ে বলতে পারি সে কি চায়
সূর্যে চাদে গ্রহণ লাগে কেন?
সমাজের স্যার এখন আমায় খুব আদর করে
জ্যামিতিও ভুল হয় না
কিন্তু জানো দিঘীর ঘাটে পা ভিজিয়ে গল্প করার
দিন গুলো এখন আমায় খুব কাৎদায়
তুমি কি পারো না তোমার স্বামি আর সঙসার ছেড়ে-
দুদিনের ছুটি নিয়ে আমার কাছে চলে আসতে
তোমাকে যে পারতে-ই হবে
তা না হলে তুমি যে তোমার স্ব-বিরোধী
তবে এসে
সঙ্গিনীর সাথে সঙঘর্ষ প্রিয় হুলো বিড়ালের মত
যামিনীর অন্ধকারের কোন এক কামরায় তোমার সাথে একটি রাত কাটাব
তুমি আসবেতো..................?

No comments:
Post a Comment