Wednesday, August 25, 2010
মেঘবালিকা-2
আব্দুল্লহ আল হাদি
মেঘবালিকা কেমন আছ তুমি? খুব সুখে আছ তাইনা, জানো মেঘ বালিকা যে দিন তুমি চলে গেছ আমার ঠোট থেক ঠোট সরিয়ে শ্রাবণের সেই রাত ঘাস ফুলের বুকে অথৈই জল আমার বুকে তোমার বুক এখন সব-ই জেন স্বপ্ন।
আচ্ছা মেঘবালিকা তাল গাছের ঐ বাবুই পাখির বাসাটা দেখছো? : কই না তো
দেখবে কি করে তোমারতো ভালবাসার চোখ অন্ধ হয়ে গেছে, তোমার দুচোখ ঘিরে রেখেছে চীল শকূন আর কাকের দল ভালবাসাতো তোমার বুঝবার কথা নয়।
: কেন যে সব কিছু ঘোলাটে হয়ে গেল বুঝতে পারিনি
: তুমিতো কিছুই বুঝতে পারোনি, না আমাকে না আমার ভালবাসাকে
: তুমি কি এসব কথা বলার জন্য এখানে এসেছ?
: না
: তবে কেন?
: আমার ভালবাসার স্বীকৃতি পেতে
: এতো অসম্ভব, আমার স্বামী আছে আমার সঙসার আছে আমি পারবোনা
: শুধুতো একটি বার আমার ঠোটে ঠোট রেখে ঢেলে দেবে উষ্ণ ভালবাসা আর আমিও
: আমাকে ফেরাতে পারিনি ও আমার ঠোটে ঠোট রেখে উজাড় করে ঢেলে দিল অন্তরের সমস্ত বিষ, আমরা সে বিষে বিষাক্ত হয়ে লুটিয়ে পড়লাম মেঝেতে সন্ধ্যার দুটি পাখি ডানা ঝাপটিয়ে লুকিয়ে গেল অন্ধকারে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment