Monday, May 7, 2012

কবিদের নিয়ে কবিতা

আব্দুল্লাহ আল হাদি



কবি তোমার কবিতার ভাষা এতটাই দর্ভ্যেদ্য যে
আমরা তার কিছুই বুঝতে পারিনা
বুঝতে পারিনা তার ভাব রস দিক নির্দেশনা
তবে কেমন করে তোমার কবিতা মেহনতী মানুষের ভাষা হয়
তবে কেমন করে তোমার কবিতা বঞ্চিতের অধিকারের কথা বলে

তবে কেমন করে তোমার কবিতা শোষিতে পাশে এসে দাঁড়ায়
তবে কেমন করে তোমার কবিতা অনাহারে অর্ধ নগ্ন থাকা
শিশুর খাবারের কথা বলে

তোমার কবিতাতো
খেটে খাওয়া কৃষকের গুনতে পারা চৌদ্দটি হাঁড়
তোমার কবিতাতো
এক সারিতে দাঁড়ানো সাতটি শিশুর চোদ্দটি অন্ধ চোখ
তোমার কবিতাতো
সুসজ্জিত লোহার খঁচার ভেতর প্রণহীন পাখি
তবে কেমন করে তোমার কবিতা
মায়ের কোলে শুয়ে থাকা শিশুর মুখের ভাষা হয়
তাই তোমার কবিতার ভাষা
বিকলাঙ্গ শিশুর মত কাঁদে.....।



http://prothom-aloblog.com/posts/18/149251

No comments:

Post a Comment