Saturday, August 28, 2010

ঝড় শেষে


আবদুল্লাহ আল হাদি


ঝড় উঠেছিল
হাল ধরেছিল মাঝি
আকাশ উবু হয় মাটির বুকে
ঈশ্বর ও প্রকৃতি দুয়েই ছিল রাজি।

সৃষ্টির উত্ল্লাসে
তুমি আমি নতজানু
ঝড় শেষে শুধু তোমার ঠোঁটেই
ফুটেছিল রংধনু....।



http://prothom-aloblog.com/posts/18/149556

Friday, August 27, 2010

আমাকেতো যেতে-ই হবে

আবদুল্লা আল হাদি

আমাকেতো যেতেই হবে
মেডিকেল কলেজ ডানে রেখে
ইপিজেডের সামনে দিয়ে
ডিগ্রি কলেজ কিংবা কান্দির পাড়
কারন আমার জন্য অপেক্ষমান

Thursday, August 26, 2010

Album


তোমার হাসি শুধু হাসি নয়


আব্দুল্লহ আল হাদি


তোমার হাসি শুধু হাসি নয়
যেন শরতের পুবের হাওয়ায় দোলা খাওয়া সফেদ কাঁশ ফুল
তোমার হাসি ভরা যৌবনা গোমতীর উচ্ছাস

Wednesday, August 25, 2010

মেঘবালিকা-2


আব্দুল্লহ আল হাদি
মেঘবালিকা কেমন আছ তুমি? খুব সুখে আছ তাইনা, জানো মেঘ বালিকা যে দিন তুমি চলে গেছ আমার ঠোট থেক ঠোট সরিয়ে শ্রাবণের সেই রাত ঘাস ফুলের বুকে অথৈই জল আমার বুকে তোমার বুক এখন সব-ই জেন স্বপ্ন।

Tuesday, August 24, 2010

সবাইতো কিছুনা কিছু পারে

আব্দুল্লহ আল হাদি



সবাইতো কিছুনা কিছু পারে

তুমিও পারতে; কিন্তু আমি প্রায়ই ভুল করতাম

ভুল করে ঘরে বাইরে কতইনা বকা খেয়েছি

তাই দেখে তুমি মিট মিট করে হাসতে আর বলতে -

অপূর্ব তুমি পাররে নিশ্টয়-ই একদিন পারবে

Monday, August 23, 2010

মেঘ বালিকা



আব্দুল্লাহ আল হাদি

আমার জীবনে স্বপ্ন হয়ে এসেছিল এক মেঘ বালিকা, আর সে মেঘ বালিকা রোদ বৃষ্টি জড় হতে আমাকে দিয়েছিল সু-শিতল ছায়া, দিয়েছিল তার জিবনের সব কিছু উজাড় করে। ভালবাসা তখন আমার কুৎড়ে ঘরে তাজ মহল হয়ে ধরা দেয়, তার পর আলো আৎধারে কেটে গেল অনেক গুলো দিন, যেমন কুৎড়ি থেকে ফুল অষ্টাদশি রমনী, কি নাম দেব তার রবী ঠাকুর বেৎচে থাকেলে তার একটা সুন্দর নাম দিত আমি তো আর রবী ঠাকুর নই যে হুট করে একটা নাম দিলে তা কাব্য হয়ে যাবে, মেঘ বালিকা আজ বড় সুখেই আছে, আমার বুকে বৃষ্টি হয়ে ঝরে অথৈই প্লাবন আর জলঝ্বসে ভাসিয়ে দিল অত:পর, ভাবতাম জলঝ্বাসে ভাসিয়ে নিয়ে যায়, আজ বুঝলাম রেখে যায় তার চেয়ে বেশি।


http://prothom-aloblog.com/posts/18/149431