আব্দুল্লাহ আল হাদি
খুঁজিওনা তারে
কান্নার জলধারে
যারে খুঁজে পাবেনা কোন দিন
খুঁজে দেখ আকাশ কোথায় অমলিন।
পৃথিবীর ব্যাস্ত শহরে
অন্ধকার দাঁড়ায়েছে যে নগরে
যেখানে মানুষ ছায়া হয়ে থাকে ছায়ার ভিতর
তার বদলে খুঁজে দেখ কীট পুঁই লতার উপর।
যে সাগর বরফে ঢাকা ভুলে গেছে উচ্ছাস
নিজেই নিজে নিয়েছে নিজের অবকাশ
খুঁজিওনা সেই সিন্ধু
খুঁজে নাও ঘাসের ডগার উপর ভোরের শিশির বিন্দু
যে নারীর রুপে জুড়ায় আখিঁ ভরে নাকো মন
অহংকারে মজে থাকে যে সারাক্ষন
দেখিওনা তার রুপ নিওনা তার ঘ্রান
খুঁজে নাও ঘাস ফুলের সৌরভ যে টুকু করে সে দান
খুঁজিও তারে.........
যারে খুঁজে পাবে অন্তরে।
http://prothom-aloblog.com/posts/18/155437
No comments:
Post a Comment