Monday, May 7, 2012

একাত্তরের চিঠি

আব্দুল্লাহ আল হাদি


আমার ঘর ভাল নেই মন ভাল নেই
মন বসেনা কাজে
মা বাপরা ঝগড়া করে
কাটে মাথা লাজে।


বাইন দুয়ারে শিয়াল ডাকে
আগ দুয়ারে কুকুর
গোলা ভরা ধান ইদুঁর কাটে
চুরি হয়ে যায় পুকুর।

আমার মাঠ ভাল নেই
হাঁট ভাল নেই
রুগ্ন নদীর ঘাট ভাল নেই
প্রতিবেশীর ভাব ভাল নেই।

চার সতীনের ঘর আমার
চার সতীনের ঘর
চার সতীনের ঘরে
হলাম আমি পর।

সবাই সবার ফায়দা খুজে
আঁটি চুষা আম
হারিয়ে গেল একাত্তরের
রক্তে ভেজা খাম।



http://prothom-aloblog.com/posts/18/155664

No comments:

Post a Comment