Monday, May 7, 2012

শোক সমূদ্র

আব্দুল্লাহ আল হাদি


নবীনা...
তোমার যাবার কথা ছিলনা
কি কথা দিয়েছিলে,
আমার বুকে শুয়ে সবুজ ঘাসের মখমলে।


ভালবাসবে, এক সাথে চলবে জীবনের বাকি প্রহর
কিন্তু তোমার সময় কাটে প্রতিশ্রুতিহীন বুকের ভেতর।
তোমায় বলি জোত্ছনার আলোয় এই চোখে রাখো চোখ
কিন্তু তোমার চোখের পলক ভাঙ্গনে উন্মুখ।

নবীনা তুমিতো শুধুই আমার সুখ সম্ভার
শোক সমূদ্র নয় ফিরিয়ে দাও শান্ত পাথার।

নবীনা কেন তুমি হৃদ্বয়হীন হতে থাকো
কেন অন্যের হাতে হাত রাখো
ভালবাসার দিব্যি দেই
এই মন ভেঙ্গে গেলে যাবনাকো যতই কাছে ডাকো।

তবে তোমারি জয় হউক শতরুপে শতবার
নির্বোদ এই আমি শুষে নেব যত বিষ পেয়ালার
আজিকে তোমার খুলে যাক দ্বোর
কুয়াশা নিংড়ায়ে নেমে আসুক রাঙ্গা ভোর।

তোমার জন্য গুনবো প্রহর সারা জীবন পদ্য লিখেই
ভালবাসার মালা খানি রেখে দিলাম তোমা শিকেয়..।



http://prothom-aloblog.com/posts/18/150471

No comments:

Post a Comment