Monday, May 7, 2012

তুমি যদি বল

আব্দুল্লাহ আল হাদি


তুমি যদি বল
সাগর ছেঁকে মুক্ত এনে দিতে পারি
তুমি যদি বল
আকাশের তারায় বানিয়ে দেব শাড়ি।


তুমি যদি বল
পাহাড় পর্বত কেটে করে দেব সমতল
তুমি যদি বল
শুষে নেব আমি সাত সাগরের জল।

তুমি যদি বল
সিন্ধুর বুকে জাগাব একটা দ্বীপ
তুমি যদি বল
সকালের রবীটায় বানিয়ে দেব টিপ।

তুমি যদি বল
পৃথিবীর সব ফুলে একটা মালা গাঁথাব
তুমি যদি বল
তোমার উঠোনে ফুল পরীদের নাচাব।

তুমি যদি বল
পৃথিবীর সব পাখি এক সুরে গান শুনাবে
তুমি যদি বল
বাবুই পাখিরা একটা বাসা বুনাবে।

শুধুই তোমার জন্য..
আমি ভালবাসি তোমাকে
শুধু ই তোমাকে.........।



http://prothom-aloblog.com/posts/18/150332

No comments:

Post a Comment