আব্দুল্লাহ আল হাদি

আমি জানি মৃত্তিকার ক্রোড়ে বৃক্ষ জন্মায়
মাতৃ ক্রোড়ে শিশু
তবে কার ক্রোড়ে এই পৃথিবী সৃজিল
বীজ ছাড়া যেমন বৃক্ষ হয়না
ডাস্টবিনে যেমন মানুষ জন্মায়না
তেমনি প্রতিটি রমনী জন্ম দিতে পারেনা
তবে আমায় সৃজিল কে?
কার স্তনের দুগ্ধ স্রোতে
ঝর্ণা ধারা সাগর মহাসাগর...
আমি ঋণী সেই অদৃশ্য স্রষ্টার কাছে
আমি ঋণী সেই মহা শক্তির কাছে
যিনি আমায় আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন
হে মহা পরাক্রমশালী
মাতৃ ক্রোড়ে শিশু যেমন তোমার ক্রোড়ে আমি।
No comments:
Post a Comment