আব্দুল্লাহ আল হাদি

নদীর জল
স্পর্স করে তোমার শাড়ির আঁচল
নদী হয়ে উঠে তোমার মতন
চঞ্চলা চপলা সুন্দরী পরিনত পরিণীতা
জল ফুলে ফেঁপে গড়ে উঠে তার বুকে স্তনের শুভ্রতা।
রসেরও ধারা ডেউ তুলে যায় অগ্নিবাসনা জগে
বুকে মধ্যে রাতের গভীরে তাই সূর্য্যকে ধরে রাখে
রোদ্রের স্পর্সে নদী ডেকে উঠে ছন্দে ছন্দে কোরাসে
অদৃশ্য মোহ মায়ায় সূর্য্যের অবগাহনের বিলাসে।
আর তুমি শরীরে জড়াও শরীর সন্ধ্যা নদীর মত
বিরহী মোহ মায়ায় বাড়ে শুধু অবগাহনের ক্ষত।
http://prothom-aloblog.com/posts/18/151107
No comments:
Post a Comment