আব্দুল্লাহ আল হাদি
আজ আকাশে অনেক মেঘ
শহরবাসির তনু মন ভরে খুশির আমেজ
সবাই উত্ফুল্ল হয়ে ছাদে অপেক্ষা করছে বৃষ্টির জন্য
পিচ ঢালা রাজপথ বুক পেতে শুয়ে আছে মিলনের অপেক্ষায়
রাণীর দিঘীর মাছ গুলো বড়ই চঞ্চল
কত দিন পর বৃষ্টি হবে...
কত দিন পর......
কিন্তু এই বখাটে মেঘ সবাইকে নিরাশ করল
ক্ষুব্দ হয় শহরবাসি নগর বাসি দেখে জোত্ছনার প্লাবণ
কেউ দেখলনা কেউ বুঝলনা নির্বাক দুচোখের অথৈই শ্রাবণ
গাঙ্গ চীল ডানা মেলে চলে যায় শিকারে
স্বপ্ন গুলো পড়ে রয় অনাদরে
চুমুতে নারীর ফুলকিত শরীর
মিলনের ছন্দে নিঃশ্বাস গভীর
পরম তৃপ্তিতে হাসো নারী টোল পড়া গাল
রাজ পথের শূন্য বুকে আশ্রয় নিল...
আবশেষে এক প্রেমিক মাতাল....।
No comments:
Post a Comment