Friday, January 18, 2013

বৈশাখে কান্তা

 আবদুল্লাহ আল হাদি



বৈশাখে কান্তা
খেয়ে নুন পান্তা
কোলে নেয় ছোট বোন খুকুরে
ছাড় ফেলে এক তিল
আম গাছে মারে ঢিল
ঝাঁপ দেয় পুকুরে।


পড়ে লাল শাড়িটা
সাজে কুঁজো বুড়িটা
বুক তার সুখে যায় ভরে
পুতুলের বিয়েটা
হবে জানে টিয়েটা
সন্ধ্যায় দীপ জালা ঘরে।

No comments:

Post a Comment