আব্দুল্লাহ আল হাদি
সময়ের পরিবর্তনে ফুঁসে উঠেছে কিশোরীর স্তন
সর্বনাষা বহ্নি জ্বালা প্রার্থনা করে মন্থন
বরফ গলে নদী বিন্দু বিন্দু সিন্ধু জল
প্রলয় শেষে নতুন সৃজন মধুর হাসে পিঙ্গল।
নাচিয়া রঙ্গে গীত তার সঙ্গে কেয়া বন কাঁপে
রক্ত মাংস লিকুয়িড হয়ে আসে উষ্ণ তাপে
হু হু অ্যা অ্যা উঠে ফোটে লোলাটে
ঘোঁ ঘোঁ গর গর সব কিছু গোলাটে।
বেসুরা সুরা সুর তা-থা-থৈ তা-থা-থৈ
সঙ্গিনী রঙ্গনী দেখ ঐ দেখ ঐ
শান্ত মন শান্ত তনু
মিলন মেলায় কোটি অনু
সুখ নিলেম
তোমায় দিলেম
এই আমাদের লিকুয়িড প্রেম।
http://prothom-aloblog.com/posts/18/157393
No comments:
Post a Comment