Monday, May 7, 2012

আমি ভালবাসি ভালবেসে যাই নারীকে

আব্দুল্লাহ আল হাদি


আমি ভালবাসি ভালবেসে যাই নারীকে
বাংলার বধুর মুখ ঢাকা আঁচল শাড়িকে
শত জড়ের আঘাতে আঘাতে ভেঙ্গে যায় মোর নীড়
আমি তাই খুঁজে নিলাম নারীর শরীর
এই নারীতে জন্মযে মোর এই নারীতে বাস
এই নারীতে অগ্নি জলে হয়রে ফসল চাষ
তার এক কথাতে এই ভুবনে আগুন জ্বেলে দেব
তার এক কথাতে বিষের বাটি উজাড় করে নেব।



http://prothom-aloblog.com/posts/18/156996

No comments:

Post a Comment