Monday, May 7, 2012

পথের মানুষ

আব্দুল্লাহ আল হাদি

আমি এক পথের মানুষ পথই আমার সব,
পদে পদে ক্ষুধার জ্বালার হয়যে অনুভব।
বর্ণ মালা হয়নি শেখা জানিনা কোন কিছু,
তাইতো আমার নজর নাকি সবার থেকে নিচু।

ফুটপাত আর অলি গলি হয়তোবা ডাস্টবিন,
সেথায় দেখে লোকে ডাকে ফকির বা মিসকিন।
আজও আমি চাই পড়িতে চাই জ্ঞানের আলো,
দুর করিতে চাই আমি মনের যত কালো।
বিদ্যালয়ের পাশে ঘুরি বিদ্যা নাহি পাই,
আমার মত দুর্ভাগা আর পৃথিবীতে নাই।
গগণ যখন আলো হারায় আঁধার দেয় ছড়িয়ে,
আঁধার তখন সঙ্গি হতে হাতটা দেয় বাড়িয়ে।
এই দুনিয়ায় আমার বুঝি নাইযে কেহ আপন,
দুঃখ কষ্টে তাইতো আমি করি জীবন যাপন।
স্বপ্ন আমার রয়ে গেল ফলেনি কোন দিন,
পথের মানুষ হয়ে আমি রইলাম চীরদিন।

তোমরা যারা শিখছ পড়া যাচ্ছ লেগে কাজে,
আমি না হয় লুকিয়ে যাব লজ্জাবতীর লাজে।
টুকটুকে লাল রবীর মত অস্তমিত হব,
দূর গগণের তারা হয়ে তোমাদের মাঝে রব।
হাসব আমি খেলব আমি গাইব দুঃখে গান
তোমাদের মত থাকবেনা আমার পিছু টান।




No comments:

Post a Comment