Monday, May 7, 2012

আমি যারে খুঁজি

আব্দুল্লাহ আল হাদি


আমি যারে খুঁজি
সকাল সন্ধ্যা রোজ-ই
পাইনা তারে
অস্ত পারে
তারার কাছে তাহার খবর পুছি।


জানি আমি এই জীবনে
একলা একা তার বিহনে
কাটেনা মোর
ক্লান্ত দুপুর
একলা ঘরে আনমনে।

ভাবে এ মন আসবে ওসে
বসবে হৃদ্বয়ের কোলটি ঘেঁষে
করবে আদর জড়িয়ে চাদর
চাঁদের মত মিষ্টি হেসে।

কিন্তু কোথায় সুখ পাখিটা
কাজল কালো দুই আঁখিটা
শূণ্য খাঁচা যায়না বাঁচা
একলা একা একলা একা!



http://prothom-aloblog.com/posts/18/149528

No comments:

Post a Comment