অতন্দ্রিলা কেমন আছো তুমি
খুব সুখে আছো তাইনা
জানো অতন্দ্রিলা
যেদিন তুমি চলে গেছ
আমার ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে
শ্রবণের সেই রাত ঘাস ফুলের বুকে অথৈই জল
আমার বুকে তোমার বুক
এখন সবই যেন স্বপ্ন
-ঃআচ্ছা অতন্দ্রিলা তাল গাছের ঐ বাবুই পাখির বাসাটা দেখচ্ছ?
ঃকই নাতো
দেখবে কি করে
তোমারতো ভালবাসা চক্ষু অন্ধ হয়ে গেছে
তোমার দুচোখ ঘিরে রেখেছে চীল শকূন আর কাকের দল
ভালবাসাতো তোমার বুঝবার কথা নয়
ঃকেন যে সব কিছু ঘোলাটে হয়ে গেল বুঝতে পারিনি
-ঃতুমিতো কিছুই বুঝতে পরোনি,
না আমাকে না আমার ভালবাসাকে
ঃতুমি কি এসব কথা বলার জন্য এখানে এসেছ
-ঃনা
ঃতবে কেন?
-ঃআমার ভালবাসা স্বীকৃতি পেতে
ঃএত অসম্ভ, আমার স্বমী আছে আমার সংসার আছে আমি পারবনা
-ঃশুধুতো একটি বার
আমার ঠোঁটে ঠোঁট রেখে ঢেলে দেবে উষ্ণ পরশ
আর আমিও
আমকে পেরাতে পারিনি ও
আমার ঠোঁটে ঠোঁট রেখে উজাড় করে ঢেলে দিল অন্তরের সমস্ত বিষ
আমরা সে বিষে বিষাক্ত হয়ে লুটিয়ে পড়লাম মেঝেতে
সন্ধ্যার দুটি পাখি
ডানা ঝাপটিয়ে লুকিয়ে গেল অন্ধকারে।
No comments:
Post a Comment