ভালবাসি প্রথম আলো ব্লগ
আব্দুল্লাহ আল হাদি
ভালবাসি ফুল
প্রিয়ার এলো চুল
ভালবাসি ঢোল
নদীর দুই কূল
ভালবাসি সাঁঝের বেলার
গোর্তা খাওয়া গুন্টি
ভালবাসি মিষ্টি পানের
লেপটে থাকা চুনটি
ভালবাসি বাবার শাষন
মায়ের স্নেহ আদর
ভালবাসি বোনের দেওয়া
উলের রঙ্গিন চাদর
ভালবাসি শীতের সকাল
চায়ে ভরা মগ
ভালবাসি তোমেদেরও
প্রথম আলো ব্লগ।
No comments:
Post a Comment