আব্দুল্লাহ আল হাদি
হে নারী প্রেম দাও পরশ দাও
চুম্বন দাও
দাও অমৃত সুধা,
হাতে হাত রাখো
অধরে অধর চাপো
মিটাও মনের ক্ষুধা।
তুমি দেখ হে নারী
আকাশের চাঁদের বুড়ি
উছলে দিয়েছে আলো,
এমনও নিশীথে
হাত রেখে হাতে
মহুয়ার বনে যাই চল।
হেথায় নৃত্যে গাহিয়া গান
বাহুর বাঁধনে জুড়াইয়া প্রাণ
রচিব মোহন স্বর্গ হে,
অঙ্গে উতলা রুপের বাহার
জানি প্রেয়সী জানিগো তোমার
তন্বি নয়নে বহ্ণি হে।
ডাকিবে আঁখি বাজিবে কাঁকন
দেহের পরতে জাগিবে কাঁপন
বীর্যপাতের স্নানে,
এই দেহে তোমার যে ফুল ফুটে রয়
জানি প্রেয়সী বড় জ্বালাময়
জুড়ায় আলিঙ্গনে।
কামিনী তুমি জামিনী জেগে
ডাকো যদি এই আমাকে
মোহন বাঁশির সুরে,
দিগ্বিজয়ের জয়োল্লাসে
তোমায় রেখে বুকের পাশে
যাবো এ্যাডভেন্সারে।
http://prothom-aloblog.com/posts/18/156655
No comments:
Post a Comment