Friday, January 18, 2013

স্বপ্ন

আব্দুল্লাহ আল হাদি



রাত বাড়ে.....
পুঁতির মালায় একে একে জড়ো হয় স্মৃতি..
কিশোরীর চোখে মুখে জড়ের আভাস..
মায়ের মলিন মুখ ভেসে উঠে ক্যান্ভাসে...

বৈশাখে কান্তা

 আবদুল্লাহ আল হাদি



বৈশাখে কান্তা
খেয়ে নুন পান্তা
কোলে নেয় ছোট বোন খুকুরে
ছাড় ফেলে এক তিল
আম গাছে মারে ঢিল
ঝাঁপ দেয় পুকুরে।