Friday, January 18, 2013

স্বপ্ন

আব্দুল্লাহ আল হাদি



রাত বাড়ে.....
পুঁতির মালায় একে একে জড়ো হয় স্মৃতি..
কিশোরীর চোখে মুখে জড়ের আভাস..
মায়ের মলিন মুখ ভেসে উঠে ক্যান্ভাসে...

খদ্দেরের আশায় বসে থাকা পতিতার চোখে উৎকন্ঠা...
প্রভু ভক্ত কুকুর গুলো বার বার মার খায়
কোথায় আছো স্বপ্ন.....?
দুচোখ মুদে দেখি শিমুল তুলার মত উড়ছে মানুষ
পাথর কাঁদে বোবা দেবদারুর সাথে
স্রোতহীন মরা নদীর বুকে উঁই পোকার সভ্যতা
ঝরণার শরীর বেয়ে গাম উল্টো রথে
অতিথী পাখি ফিরে যায় মৃত্যূর মত সুন্দরে.......


http://prothom-aloblog.com/posts/18/149049

No comments:

Post a Comment