Monday, May 7, 2012

আমরা

আব্দুল্লাহ আল হাদি

পৃথিবী আশ্রয় নিয়েছে অন্ধকার গুহায়
বিনিদ্র নিশিথের ধর্ষনে..
যৌবনা পৃথিবীর ডিম্বানু ফেটে ছড়িয়ে পড়ে সাত রং
তখনো জেগে উঠেনি প্রণের স্পন্দন

বহু প্রতিক্ষা শেষে..
এই পৃথিবীর দ্বার ঘেঁষে
অবশেষে...
উঁকি দিল একটি ডিমের দীপ্ত কুসুম
কি অশ্চর্য্য!
তখনও পৃথিবীর স্তন শুষে ফুসে উঠেছে ঝড়
ঝড়ের ক্রোধ সঙ্গমে
পৃথিবীর জরায়ু থেকে বেরিয়ে এসে
আমরা প্রতিবাদ করি
আগ্নেয়গিরীর উত্তপ্ত লাভা থেকে আমরা বেরিয়ে এসেছি
আমরা পৃথিবীর প্রতিবাদী সন্তান।




No comments:

Post a Comment