Monday, May 7, 2012

তোমার ঠোঁটে বসন্ত

আব্দুল্লাহ আল হাদি
তোমার ঠোঁটে বসন্ত...
আর আমি চৈত্রের দাবদাহে পাড়ি দেই মরু পথ
নিঃসঙ্গতা নগ্ন পায়ে মাড়িয়ে বের হই সমূদ্র যাত্রায়

হাজার বছর পুরনো পঞ্জিকার সামনে দন্তয়মান হয়েছি আমি
হঠাত্ ফিরে পেয়েছি তখন আমার পূর্ব পুরুষের অস্তিত্ব
ফিরে পেয়েছি একটা মহা কাব্য
সেই মহা কাব্য থেকে একটি কবিতা তোমার কানে কানে করি পাঠ
তুমি বিভোর হয়ে কবিতা পাঠে খুলে দিলে দুই কপাঠ
আমি অবাধে আরহণ করি পর্বত শৃঙ্গ
আবিষ্কারের নেশায় গহিন গহ্বরে তর তর করে বেড়ে উঠে লিঙ্গ
আমার মিনতি আরতি সঁপে যতবার পাড়ি দেই গঙ্গা
ততবার দেখি ব্লাউজ পেটিকোট তোমার দুটি পা.....।



http://prothom-aloblog.com/posts/18/149752

No comments:

Post a Comment