Monday, May 7, 2012

মুঠোফোন

আব্দুল্লাহ আল হাদি


আজ মোবাইলটা হরহামেষা
দেখা যাচ্ছে ঘরেতে
কিশোর যুবক পৌঢ় বৃদ্ধ
পুচকি খোকার পরেতে।


একটা মোবাইল অনেক সিম
মুশকিল তাই চয়েজে
মেসেজ আসে এক ফলকে
লিখা কিংবা ভয়েজে।

পিক অপপিক মায়ার জালে
আটকে থাকে মুঠোফোন
মজনু ঝিমায় রাত বারোটায়
করতে একটু আলাপন।

মিসকলটা চলেছ ছুটে
অজানা সব নাম্বারে
বুড়ো দাদু রাগের জ্বলায়
বাকে সব পান্ডারে।

আমরা যারা ঘুমিয়ে পড়ি
জেগে উঠে আলপনা
মুঠোফোনে সাজিয়ে নেয়
মনের যত কল্পনা।

জয় সিমটা দীনার জন্য
ডিজুসটা তাই শীলার
বাংলালিংকের দেশ প্যাকেজটা
থাকছে জমা নীলার।

দিন পনের যেতে তাইতো
খাঁ খাঁ করে পকেটটা
মুঠোফোনের মায়ার জালে
বিক্রি সোনার লকেটটা।



http://prothom-aloblog.com/posts/18/149979

No comments:

Post a Comment