Monday, May 7, 2012

আমি কেমনে তোমাকে বলি ভালবাসি

আব্দুল্লাহ আল হাদি


চারদিকে হায়নার বেড়া জাল
রক্তের হলি খেলায় পুঁজিবাদ
বোধের ভেতর পশুর তান্ডব
স্বপ্ন ভেঙ্গে যায়,
ক্ষুব্দ চরাচর উড়িয়ে দিল বালুকার রাশি,

শঙ্কিত বিনিদ্র নিদ্রায়
আমি কেমনে তোমাকে বলি ভালবাসি।

অক্টোপাস গভির জলে
ঝিনুকের খোলস ভেঙ্গে হরণ করে মুক্ত
সাগরের ডেউয়ের ছন্দ পতন
ধুসর রঙ নীলিমায়,
ফসলের মাঠে ধেয়ে আসছে উন্মাতাল জল রাশি,
শঙ্কিত বিনিদ্র নিদ্রায়
আমি কেমনে তোমাকে বলি ভালবাসি।

সভ্যতা উল্ল্যাস করে কংক্রিটের স্তুপে
হাওয়ার ভেলায় জেটের গর্জন
জোঁক চুষে রক্ত খায়,
জোত্ছানার ক্রোধে ফেটে পড়ে খসি,
শঙ্কিত বিনিদ্র নিদ্রায়
আমি কেমনে তোমাকে বলি ভালবাসি।



http://prothom-aloblog.com/posts/18/149837

No comments:

Post a Comment